সমাজের আলো : কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলনের পর বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরি শেষে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অমর একুশে উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, রীনা রানী পাল, জাকিয়া পারভীন, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন, এরশাদ আলী, শিক্ষার্থী অর্ণবী পাল রিয়া প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মশিউর রহমান।
আলোচনা শেষে ভাষা শহিদ দিবসের উপর করা বিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণবী পাল রিয়া, অথৈ পাল রিংকু ও পার্থ পালের চিত্রকর্ম প্রদর্শন করা হয়। এর আগে দিবসের শুভ সূচনায় রাত ১২টা ১ মিনিটে কলারোয়ার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল ও সহকারী শিক্ষক আনারুল ইসলাম।

