সমাজের আলো : দুই কেজি ৪০০ গ্রাম রূপাসহ দুই চোরাকারবারিরকে আটক করা হয়েছে । সোমবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রাম থেকে তাদেরকে রুপাসহ বিজিবি সদস্যরা আটক করে ।সাতক্ষীরার ৩৩ বিজিবি কাকডাঙ্গা বিজিবির হাবিলদার কাউসার খন্দকার জানান,বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে দুই চোরাকারবারি ভারতীয় রুপা নিয়ে মটরসাইকেল যোগে আসছে। ওই সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি মটরসাইকেলে থামানো হয় । মটরসাইকেল তল্লাশী করে উদ্ধার করা হয় ভারতীয় রুপা ।
আটক করা হয় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের সিরাজুল গাজীর ছেলে আরিফুল ইসলাম ও একই গ্রামের জাঙ্গাগীর গাজীর ছেলে শহীদ হাসানকে।সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান, এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে ।

