সমাজের আলো : বিজিবির অভিযানে ২ কেজি ৫০০ রুপা ও মাদকসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আজ শনিবার ভোরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্ত থেকে ভারতীয় মালামালসহ তাকে আটক করা হয় ।
আটক চোরাকারবারীর নাম মোরশেদ আলম। বাড়ি কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্তের মোরশেদ আলীর বাড়ি অভিযান চালানো হয় । নায়েক আহসান হাবিবের নেতৃত্বে আটক করা হয় এক চোরাকারবারীকে । উদ্ধার করা হয় ২ কেজি ৫০০ গ্রাম রুপা,১৩ পিচ ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল।
এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে ।

