কালিগঞ্জ প্রতিনিধি ঃ কোভিট -১৯ প্রতিরোধে ঝুঁকি নিরূপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা, যোগাযোগ জোরদার করণ কমিটি, স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। দি হ্যাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও বাস্তবায়নে ইউনিসেফ এর সহযোগিতায় সোমবার( ৮ আগস্ট) সকাল ১০টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়বুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার সাইফুল ইসলাম, দি হ্যাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় কর্মকর্তা মাসুদুর রহমান রঞ্জু, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা পারভিন, সাতক্ষীরা জেলা সমন্বয় কারি কাকলি রানী সরকার, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আবদুস সুবহান, এমটি (ইপিআই) মশিউর রহমান এবং দি হাঙ্গার প্রজেক্টর আই,এস,পি আজমির হোসেন প্রমুখ।
উক্ত সভায় বক্তারা বলেন কোভিট -১৯ এর ভয়াবহতা শেষ হলেও এখনো এর বিস্তার শেষ হয়ে যায়নি তাই আমাদের গ্রামগঞ্জে পত্যন্ত অঞ্চলে এখনো পর্যন্ত যারা কোভিট -১৯ এর টিকা সবগুলো সম্পন্ন না করেছে এবং এখনো পর্যন্ত যারা কোন প্রকার কোভিট এর ভ্যাকসিন গ্রহণ না করা ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে টিকাদানে সহায়তা করতে হবে। এ জন্য সব বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং কোভিট -১৯ এর উপর জনসচেতনা বৃদ্ধি করতে হবে।
