আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা’র কালিগঞ্জে পিতার সম্পত্তি আত্নসাতের ঘটনায় সালিশ মিমাংসায় শাহাজান আলী টুটুল (৪১) নামের এক ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসস্তপুর গ্রামের মানাউল্লা শাহাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বয়োজ্যেষ্ঠ মানাউল্লা শাহাজীর ৫ ছেলে ও ২ মেয়ে। তাদের মধ্যে ছেলে ওসমান ও গফুর পিতাকে খেতে পরতে না দিয়ে ভয় দেখিয়ে অন্য সস্তানদের ফাঁকি দিতে বেশ কিছু সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালিয়ে আসছিল। এঘটনায় শুক্রবার বিষয়টি মিমাংশা করতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বাড়িতেই গ্রাম্য সালিশ বসে, এসময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে সালিশ বৈঠকে ছোট ভাই ওসমান আলী ও গফুর আলী বড় ভাই শাহাজান আলীকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। সালিশে উপস্থিত সকলে বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করে বলেন, প্রায় শতবর্ষী বৃদ্ধ মানাউল্লা শাহাজীকে খেতে পরতে না দিয়ে ছেলে ওসমান ও গফুর অন্য ভাই বোনদের ফাঁকি দিতে সম্পত্তি গ্রাস করার চেষ্ঠা করে আসছিল। বিষয়টি নিয়ে সালিশ মিমাংসা চলাকালিন বড় ভাইকে মারপিট করেছে এটা চরম অপরাধ। এ বিষয় সম্পর্কে সহোদর ছোট ভাই গফুর বলেন, সালিশে সামান্য ঠেলাঠেলি হয়েছিল বড় ভাইকে আমি মারিনি। আরেক সহোদর ওসমান আলী বলেন, সালিশ মিমাংশায় কথা কাটাকাটির মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। তবে বড় ভাইয়ের সাথে মিমাংসার চেষ্টা চলছে। স্থানীয় ইউপি সদস্য নুরুস সালাম গাইন বলেন, সালিশ মিমাংসায় পূর্বেই কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষ মারপিটের ঘটনা ঘটিয়েছে। শাস্তিপূর্ণ সমাধান না হওয়ায় উভয় পক্ষকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদস্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *