রবিউল ইসলাম: কালিগঞ্জের মথুরেশপুর ইউপির হাড়দ্দহা গ্রামের একটি মৎস্য ঘের থেকে মাছ চুরি করার সময় চুরির মাছসহ ঘের মালিকদের কাছে একজন আটক হয়েছে। আটককৃত ওই ব্যক্তি ইউনিয়নের চাকদাহ গ্রামের মৃত সুধীর মন্ডলের ছেলে পলাশ মন্ডল (৩২)। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বসন্তপুর গ্রামের মোর্শেদ আলী ও জামাল হোসেন হাড়দ্দহার বিলে দীর্ঘদিন যাবৎ মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছে।
সোমবার গভীর রাতে এলাকার নাম করা মাছ চোর পলাশ মন্ডল মাছ চুরির সময় মাছসহ ঘের মালিক দ্বয়ের কাছে হাতে-নাতে আটক হয়। পরবর্তীতে মঙ্গলবার (০৭ জুলাই) সকালে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান গাইন গ্রাম্য সালিশি বিচারের মাধ্যমে মাছ চুরির অপরাধে পলাশকে ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

