কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অবঃ) শেখ আলমগীর কবির (৬২) আর নেই। তিনি রবিবার( ৯ জানুয়ারি) বেলা ৩ টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। মেজর আলমগীর কবীর উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃতঃ স, ম, আব্দুর রহমানের বড় পুত্র ও অতিরিক্ত পুলিশ সুপার(অবঃ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমানের ভাগ্নে। তিনি স্ত্রী, একমাত্র পুত্র মেজর সাফওয়ান বিন আলমগীর (বর্তমান জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে মধ্য আফ্রিকায় অবস্থান করছেন) ও একমাত্র কন্যা, মাতা, ভাই, বোনসহ বহু আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *