সমাজের আলো : শ্যামনগর উপজেলার অনলাইন নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ফেরিওয়ালা ইয়ুথ টিম এর নির্বাহী পরিচালক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এর ব্যহৃত মোবাইল (স্যামস্যাং গ্যালক্সী M-20) রবিবার সকালে কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজ গেট থেকে ফোনটি চুরি হয়েগেছে। এব্যপারে সাংবাদিক মামুন জানান, রবিবার (১৩/০২/২০২২) আমাদের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শেষ পরিক্ষা ছিল। পরিক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ভিড়ের মধ্য থেকে কে বা কারা আমার ব্যহৃত মোবাইল ফোনটি পকেট থেকে তুলে নেয়। সাংবাদিক মামুন এর ফোনে অনেক মুল্যবান ফাইল সংরক্ষিত ছিলো, প্রশাসন এর নিকট অনুরোধ বিষয়টি সাধারন ডায়েরি করে চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করে চোর সনাক্ত পূর্বক আইন আনুগ ব্যবস্থা নিবেন। এমনটি আসা করেন সাংবাদিক ও স্বেচ্ছাসেব আব্দুল্লাহ আল মামুন।

