হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জে নির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের পূর্বে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলসহ কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে আগামী দিনগুলোতে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন বলে জানা গেছে। উদ্বোধন উপলক্ষে মসজিদের নির্মাণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি, প্রস্তুতি পর্যালোচনার জন্য কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, সাতক্ষীরা যৌথভাবে রুটিন পরিদর্শন পরিচালনা করে। পরিদর্শনকালে কিছু ত্রুটি ও অসমাপ্ত কাজ চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে সব অসমাপ্ত কাজ সম্পন্ন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল ইসলাম খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাউসার মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, উপসহকারী প্রকৌশলী (সিভিল) তানভীর আহমেদ, উপসহকারী প্রকৌশলী (ইএম) ফিরোজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপপরিচালক মেহেদী হাসান, সহকারী পরিচালক মোহাম্মদ আদম আলী, সুপারভাইজার মো. আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, সাংবাদিক ফজলুল হক , আহসান হাবীব, শেখ আরিফুজ্জামান প্রমুখ।উল্লেখ্য, সরকারের বিশেষ প্রকল্পের আওতায় আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
