কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে কালিগঞ্জ উপজেলার উকশা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী হারদ্দা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১ হাজার ৬০০ পিস, ভারতীয় ফেনিরামিন মেলাট ইনজেকশন ১০০ পিস, ভারতীয় ফেনসিডিল ১৮৬ বোতল এবং ভারতীয় টিপ্রোলিডাইন হাইড্রোক্লোরাইড সিরাপ ৪৬ বোতল।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত টহলের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *