সমাজের আলো : কালীগঞ্জে নভেম্বর বুধবার বিকালে লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের কালিকাপুর নদীর ধার সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী স্থানে অবস্থানরত ঘোড়া প্রতীকের সমর্থকরা লাঙ্গল প্রতীকের সমর্থকদের লক্ষ্য করে উস্কানিমূলক কথাবার্তা বলে। এক পর্যায়ে লাঙ্গল এবং ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডাতার সৃষ্টি হয়।
লাঙ্গল প্রতীকের প্রার্থী সাফিয়া পারভীন বিষয়টি প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে ঘোড়া প্রতীকের ৬ সমর্থককে আটক করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থল থেকে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হবে। অন্যথায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে।
এদিকে প্রশাসন কর্তৃক ৬ ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তে ঘটনাস্থলেই লাঙ্গল প্রতীকের মহিলা সদস্যদের সাথে ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সে ঘটনায় লাঙ্গল প্রতীকের ২ জন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
