সমাজের আলো : কালীগঞ্জ উপজেলার রতনপুর মালেঙ্গায় সুমাইয়া স্টোর এন্ড ট্রেডার্স নামিও সার ও কীটনাশকের দোকানে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। এঘটনায় ৪ জনকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, ০১/০৪/২০২২ তারিখে রতনপুর ইউনিয়নের মালেঙ্গায় সুমাইয়া স্টোর এন্ড ট্রেডার্সে গভীর রাতে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়।
এঘটনায় সুমাইয়া স্টোর এন্ড ট্রেডার্সের প্রোঃ মোঃ জামাল হোসেন কালীগঞ্জ থানায় ৩ লক্ষ টাকার কীটনাশক মালামাল চুরি সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন এবং তার মালিক পক্ষ ও বিভিন্ন কীটনাশক এর দোকানে চুরি সংক্রান্ত বিষয়টি অবহিত করেন। গতকাল মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া চৌমুনী বাজারে রফিকুলের কীটনাশকের দোকানে শ্যামনগর উপজেলার নূরনগর উত্তর হাজিপুর টাউন পাড়া গ্রামের মোঃ গহর আলী গাজীর পুত্র আলমগীর হোসেন (৩৭) উক্ত চোরাইকৃত মালামাল বিক্রি করতে গেলে কৌশলে দোকানমালিক আলমগীরকে আটকে রেখে সুমাইয়া স্টোর এন্ড ট্রেডার্সের প্রোঃ জামাল হোসেনকে অবগত করলে জামাল হোসেন তাৎক্ষণিক উক্ত দোকানে হাজির হয় এবং কালিগঞ্জ থানা পুলিশকে অবগত করে।

