সমাজের আলোঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রুকিশোর এর মৃত্যু সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ১১ জুন রাতে একটি বিশেষ ফ্লাইটে এন্ড্রুকিশোরকে দেশে ফেরত আনা হয়।
এরপর আজ সন্ধ্যায় মৃত্যু বরণ করেছেন তিনি। সিঙ্গাপুর চিকিৎসাধীন থাকলেও সম্প্রতিক করোনা ভাইরাস এর কারণে তার চিকিৎসা কার্যক্রম ব্যহত হয়। যার কারণে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। ২০ জুন তাকে তার জন্মস্থান রাজশাহীতে নিয়ে আসা হয়। তিনি নগরীর মহিষবাথান এলাকায় বোন ডাক্তার শিখা বিশ্বাসের বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬.৫৫ মিনিটে পাড়ি জমালেন না ফেরার দেশে।
নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি এই গায়ক। সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েএ ক্যানসার নির্মুল করতে পারেননি?
চিকিৎসক হাল ছেড়ে দেওয়ায় ক্যান্সার নিয়েই ৯ মাস পর গত ১১ জুন দেশে ফেরেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজশাহীতে ছিলেন।
রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় বোন ডা. শিখা বিশ্বাস ও বোনজামাই ডা. ডা. প্যাটরিক বিপুল বিশ্বাসের বাড়িতেই ছিলেন এন্ড্রু কিশোর। ডা. প্যাটরিক বিপুল বিশ্বাস জানান, গতকাল বরিবার (৫ জুলাই) এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। আজ সোমবার আরও অবনতি হলে বিকাল ৪টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।
Type a message, @name…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *