সমাজের আলো : কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে বুড়িচং উপজেলার ময়নামতি হাইওয়ের তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) ও আলমগীর (৩৪)। এ ঘটনায় অপর দুই আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম সংবাদমাধ্যমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে ময়নামতির তুতবাগান এলাকায় মালবোঝাই একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই চারজন যাত্রী ও সিএনজির চালক নিহত হন।

