সমাজের আলো: সিলেটে আছাড় মেরে এক কিশোরকে হত্যার অভিযোগ ওঠেছে। নিহতের নাম লিটন মিয়া (১৪)। তার বাবার নাম শিরণ মিয়া। তারা নগরের পশ্চিম পীরমহল্লা এলাকার বাসিন্দা। গত শনিবার নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য মোতাবেক, গত ২১ নভেম্বর বেলা ১১টার দিকে মো. লিটন মিয়া তার বাড়ির সামনে রাস্তায় দাঁড়ানো ছিল। এ সময় একই এলাকার ১৩৯ নম্বর বাসার কালাম আহমদের ছেলে মো. রাহুল পারভেজ (২০) তাকে কুস্তি খেলার প্রস্তাব দেন। কিন্তু লিটন রাজি না হওয়ায় পারভেজ তাকে ঘাড়ে ধরে ওপরে তুলে আছাড় মারে। পরক্ষণে মাটিতে লুটিয়ে থাকা লিটনকে কিল, ঘুষি ও লাথি মারে পারভেজ। ঘটনাটি প্রত্যক্ষ করে পাশে থাকা তাজিম (১৫) ও আরাফাত (১০)। তারা এগিয়ে গিয়ে লিটনকে রক্ষা করে এবং মাটি থেকে টেনে তুলে দাঁড় করায়। বিএম আশরাফ উল্লাহ আরও বলেন, ‘মার খেয়ে লিটন বাসায় চলে যায়। পরদিন বিকেলে তার মায়ের কাছে ঘটনাটি বলে এবং তার ঘাড়ে, মাথায়, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা করছে বলেও জানায়। পরে তাকে স্থানীয় ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এনে খাওয়ান তার মা। কিন্তু রাতে ব্যথা না কমায় আজ সোমবার সকালে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার। সকাল পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *