কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান এর নির্দেশে ও পুলিশ পরিদর্শক তদন্ত শুভ্র প্রকাশ দাস এর নেতৃত্বে অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৪ ও চুরির মামলায় ১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, শুক্রবার (৭ জুলাই) কেশবপুর থানা পুলিশের বিশেষ অফিসার ফোর্স অভিযান পরিচালনার সময় উপজেলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৪ ও চুরির মামলায় ১ আসামীরা হলো কেশবপুর উপজেলা সন্ন্যারগাছা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে হাবিবুল্লা বাহার (২৬), একই গ্রামের গোলাম ফকিরের ছেলে জাকির হোসেন, কোমলপোল গ্রামের আবুল বাশারের ছেলে ইব্রাহিম হোসেন রানা, বালিয়াডাঙ্গা গ্রামের আনছার সরদারের ছেলে আশরাফুল ইসলাম, শ্রীরামপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে খায়রুল বাসার এছাড়া চুরির অভিযোগে গৌরিঘোনা ইউনিয়নের মোঃ মোবারক সরদারের ছেলে ইলিয়াস সরদার।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান জানান, কেশবপুর থানা পুলিশের অভিযান পরিচালনায় করে গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৪ ও ১ চুরির আসামীকে গ্রেফতার করা হয়েছে।

