রনি হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে “স্মার্ট বাংলাদেশ বির্মাণে” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেলেন আরো ১৬৩ জন মেধাবী শিক্ষার্থী। কেশবপুর উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক উপজেলার ৪৯টি এমপিওভুক্ত মাদ্রাসা এবং ৮টি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ওই ট্যাব বিতরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান সভাপতিত্ব ট্যাব বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্ল্যুর রশীদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী অফিসার মাহাবুবুর রহমান, জুনিয়র পরিসংখ্যান সহকারী আলমগীর হোসেন, সারুটিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ট্যাব গ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ৫ এপ্রিল বিকেলে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *