রনি হোসেন, কেশবপুর : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ১৩ আগস্ট বিকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, সদস্য মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার প্রমুখ।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে ১০টি মেয়ে ও ১০ টি ছেলের মাঝে ২০ টি বাইসাইকেল এবং ৬০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসাবে খাতা, জ্যামিতি বক্স, পেন্সিল, বলপয়েন্ট কলম, স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়।

