যশোর প্রতিনিধি :- কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা ও রাষ্ট্রীয় দমন-নিপীড়নের প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সমাবেশ করেছে যশোর জেলা সংসদ উদীচী শিল্পীগোষ্ঠী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে উদীচী জেলা সংসদ।

উদীচী যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, সম্মিলিত সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা সাংসদ উদীচীর সহ সভাপতি আমিনুল ইসলাম হিরো।

বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী এসব হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। শান্তিপূর্ণ আন্দোলন দমনে অনাকাঙ্ক্ষিত বলপ্রয়োগের যে ঘটনা দেখা গেছে, তা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়।

তারা আরও বলেন, একই সঙ্গে আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় যে নজিরবিহীন নাশকতা চালানো হয়েছে, তাও নিন্দনীয়।

সমাবেশে প্রতিবাদী গান-কবিতা পরিবেশন করেন, সুব্রত দাস, মুস্তাহিদ হাসান, শামসুন্নার, সানজিদা সুুমিসহ উদীচীর শিল্পীরা।

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একই ভাবে কর্মসূচি করে প্রতিবাদ জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *