সমাজের আলো: সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, বিচার প্রাঙ্গণ যেন বিচারপ্রার্থী বান্ধব হয়। তিনি আরও বলেন, আমরা ন্যায় বিচার দিতে যেমন বদ্ধ পরিকর, তেমনি বিচারাঙ্গনের আনুসঙ্গিক ব্যবস্থাও হতে হবে সুন্দর। তিনি খাদ্য মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে বলেন, কোর্ট প্রাঙ্গনের ক্যাফেটেরিয়ার খাবার যেন স্বাস্থ্য সম্মত হয় সে বিষয়টাও কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। সোমবার বেলা ২টায় সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন এর নীচ তলায় নির্মিত ক্যাফেটেরিয়া উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ক্যাফেটেরিয়াটির সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উপস্থিত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরী এবং পরিবেশন করতে হবে। তিনি আরও বলেন, এখানে স্বাস্থ্য সম্মত খাবার সুলভ মূল্যে সরবরাহ করা হলে বিচারাঙ্গন ছাড়াও অন্যস্থান থেকেও মানুষ এখানে খাবার খেতে আসবে। তিনি বারের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা সার্বক্ষণিক লক্ষ্য রাখবেন এখানকার খাবেরের মান যেন ভাল হয়, তা নাহলে আমাকে রিপোর্ট করবেন, আমি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবকে বলবো ব্যবস্থা নিতে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নূরুল ইসলাম ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর। আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, জিপি এড. শম্ভুনাথ সিংহ, পিপি এড. আব্দুল লতিফ সহ সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসী এবং জজ শীপের বিচারকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আইনজীবীবৃন্দ এবং সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) এর জেলা কো- অর্ডিনেটর আবুল কালাম আজাদ প্রমূখ। উল্লেখ্য, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) এর সহযোগী প্রতিষ্ঠান সাতক্ষীরা নতুন জীবন কমিউনিটি সোসাইটির আত্মনির্ভরশীলতা ও যুবকর্মসংস্থান এর জন্য ক্যাফেটিরিয়াটি পরিচালনা করছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *