সমাজের আলো: অগ্রহায়ণ শুরু হয়ে গেল। যেখানে গিয়ে শেষ হবে সেখানেই হাত বাড়িয়ে আছে পৌষ। আর পৌষ মাসেই মূলত শীত শুরু হবে। কিন্তু তার আগেই একটু একটু করে নামছে পারদ। তাপমাত্রা কমছে। শীতের আগেই শীত শীত অনুভূতি। এ অনুভূতিই সবাইকে প্রস্তুত হওয়ার তাগাদা দিচ্ছে। শহর ঢাকায় দৃশ্যমান হচ্ছে শীতকেন্দ্রিক নানা ব্যস্ততা। আবহাওয়াবিদদের মতে এখন যত দিন যাবে ততই সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমতে থাকবে। পার্থক্য যত কমবে তত শীত বাড়তে থাকবে। পৌষ ও মাঘÑ এই দুই মাস শীতের স্বীকৃত কাল। এ সময় তীব্র থেকে তীব্রতর শীত অনুভূত হতে পারে। এখন খুব শীত যেমন পড়ছে না, তেমনি উধাও গরম। শীত নেই। গরমও নেই। আবার বলা চলে, শীতের অনুভূতি টের পাওয়া যাচ্ছে। গরমেরও। মূলত নাতিশীতোষ্ণ আবহাওয়া একেই বলে। ক্রমে শীত নামবে। উষ্ণতা দূর হয়ে যাবে। সে কারণেই এখন রাত সামান্য বাড়তেই শিশির ঝরছে। ঘাসের ডগা, ফুলের পাপড়ি থেকে গড়িয়ে পড়ছে ঠাণ্ডা জলবিন্দু। সকালের রোদে এই জল চিকচিক করে উঠছে। কবির ভাষায় বললে : সকাল বেলায় শিশির ভেজা/ঘাসের ওপর চলতে গিয়ে/হাল্কা মধুর শীতের ছোঁয়ায়/শরীর ওঠে শিরশিরিয়ে…। এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গল্প করা, আড্ডা দেয়ায় মানুষের মাথা ভিজিয়ে দিচ্ছে রাতের শিশির। বিন্দু বিন্দু জল মাথায় নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। অনেকে তাই ক্রিকেটারদের মতো মাথায় ক্যাপ পরে নিচ্ছেন। রাতে ঘুমোনোর সময় বাতির সঙ্গে ফ্যানটিও বন্ধ না করলে এখন চলছে না। শেষরাতে গায়ে জড়িয়ে নিতে হচ্ছে হাল্কা কাঁথাও। ভোরবেলায় সিগারেটের ধোঁয়ার মতো দেখতে কুয়াশা। এ অবস্থায় আলাদা প্রস্তুতির প্রয়োজন আছে বৈকি। এরই মাঝে দৃশ্যমান হতে শুরু করেছে শহর ঢাকার প্রস্তুতিপর্ব।
