কালিগঞ্জ প্রতিনিধি : জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে খুলনাস্থ্ সিএসএস আভা সেন্টারে মঙ্গলবার (১১ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দিনব্যাপী সেমিনার বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলার অতিঃ জেলা প্রশাসক ইউসুফ আলী। দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়করী দিলীপ কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা তথ্য কর্মকর্তা জিন্নাত আরা, দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গনন্দী, দি ডেইলী স্টার এর প্রতিনিধি তৌফিক আলী, সুজন এর খুলনার নেতা এ্যাডঃ কুদরত ই খোদা, সুজন সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাঃ সুভাস কুমার সরকার, সাংবাদিক আমেনা বিলকিস, সাংবাদিক খলিলুর রহমান সুমন, সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল,
দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, দি হাঙ্গার প্রজেক্টের রুবিনা আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের গিয়াস উদ্দীন প্রমুখ।
দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বাংলাদেশের মধ্যে ৬১ টি জেলায় একযোগে সারাদেশ থেকে লেখনীর মাধ্যদিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণে সংশ্লীষ্ট সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্য। এসেমিনারে অংশগ্রহন করেন প্রশিক্ষনে অংশগ্রহনকারী সাংবাদিকবৃন্দ, জেলার সুজন প্রতিনিধি, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা ও শিল্পীবৃন্দ। বাংলাদেশের মধ্যে মোট ২শ ৪৪ জন সাংবাদিক ও ৬১ জন সুজন প্রতিনিধি প্রকল্পের আওতায় বর্ষব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহন করেণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *