সমাজের আলো : খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে একাধিক মন্দির এবং স্থানীয় হিন্দুদের কিছু দোকান ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃত ১১ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকালে উপজেলার শিয়ালি গ্রামে। এদিকে ভাঙচুরের শিকার মন্দির, বাড়ি ও ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী ও ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রাইনা। এ সময় সংসদ সদস্য জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত মন্দির দ্রুত পুনর্নির্মাণের আশ্বাস দেন। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শক্তিপদ মণ্ডল বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহারনামীয় ৯ জনসহ ১০ জনকে গ্রেপ্তার করে গত রোববার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। তবুও অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছি।

