খুলনা প্রতিনিধিঃ-খুলনায় মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যো দিয়ে খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা চম্পার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজনীন নাহার কনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগরী আ’লীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা নৌ-পরিবহণ মালিক সমিতির সহ-সভাপতি পরিচালক শেখ জালাল উদ্দিন রুবেল, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বাংলাদেশ জাতীয় সংসাদের হুইপ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৫ আসনের সংসদ নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬ আসনের সংসদ আক্তারুজ্জামান বাবু, খুলনা-৪ আসনের সংসদ আব্দুস সালাম মূর্শেদী প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন, খুলনা জেলা ও মহানগর আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলী ও সহযোগী সংগঠনের নেতারা।উল্লেখ্য, ১৯৬৯ সালে ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।

