সমাজের আলো : আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সাতক্ষীরার জেলার কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা খুলনা বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। বিভাগের মধ্যে কলারোয়ায় মাদক, চোরাচালান, সন্ত্রাস দমন, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার সাথে ভূমিকা পালন করায় নাসির উদ্দিন মৃধাকে নির্বাচিত করা হয়। আইন শৃঙ্খলা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় রেঞ্জের শ্রেষ্ঠ এসআই থানার সেকেন্ড অফিসার মো. জসিম উদ্দিনকে, বিভিন্ন মামলা তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এস.আই সোহারাব হোসেনকে এবং কর্মদক্ষতা ও ব্যক্তিগত মূল্যায়নে রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নাসির উদ্দিনকে নির্বাচিত করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ.ম মহিউদ্দিন। ওসি নাসির উদ্দিন মৃধা জানান, সকলের চেষ্টায় কলারোয়া থানা খুলনা রেঞ্জের শ্রেষ্ঠত্ব অজন করায় কলারোয়া থানার সকল পুলিশ সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ । কলারোয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *