সমাজের আলো।। গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও কেক কাটা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকালে নিউমার্কেট এলাকায় জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. তবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান, দপ্তর সম্পাদক আল আমিন, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাওলানা গোলাম হোসেন শাহীন, তালা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আজমীর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক শাহীন, কালিগঞ্জ উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ নাসিম রাজু, আসাদুল্লাহ আল গালিব, জীবন আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার৷ মধ্য দিয়ে গণধিকার পরিষদের
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা গোলাম হোসেন শাহীন।

