সমাজের আলো : গোপালগঞ্জে মনিরুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া ব্রিজে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা জেলা বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন। পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকির কান্দি ও হরিদাশপুর গ্রামের সঙ্গে মৌলভীপাড়া এলাকার বাসিন্দাদের সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে রাতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ । এসময় মনিরুল ইসলামকে মৌলভীপাড়া ব্রিজের ওপরে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *