সমাজের আলো: বেসরকারি খাতে কম শুল্কে চাল আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। গত তিন দিনে ২৯টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যাকে অনেকটা তড়িঘড়ি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। খাদ্য মন্ত্রণালয় ১০ জানুয়ারি পর্যন্ত আমদানির আবেদন নেবে। তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, যেসব প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে, সেগুলো দেশের ১২টি জেলার। এর মধ্যে নওগাঁর ব্যবসায়ীরা সর্বোচ্চ ৫৫ হাজার টন চাল আমদানির অনুমোদন পেয়েছেন, যেটি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নিজের জেলা। খাদ্যমন্ত্রী নিজেও একসময় চাল ব্যবসায়ী ছিলেন। আমদানির অনুমতি দেওয়া শুরু করার প্রথম দিন, অর্থাৎ ৩ জানুয়ারি ১ লাখ ৫ হাজার টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। প্রথম দিনই নওগাঁর ব্যবসায়ীরা ৫৫ হাজার টন আমদানির অনুমতি পান। এ ছাড়া একই পরিবারের একাধিক ব্যবসায়ী চাল আমদানির অনুমতি পেয়েছেন। একজন নিজেকে খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন। দেশের বাজারে চালের দাম কমাতে সরকার আমদানিতে শুল্ক-কর ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছে। তবে কম শুল্কে আমদানি করতে ব্যবসায়ীদের খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হচ্ছে। তাদের বেশ কিছু শর্তে অনুমোদন দিচ্ছে মন্ত্রণালয়। ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে নওগাঁর পাঁচটি প্রতিষ্ঠান ৫৫ হাজার টন, যশোরের চারটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টন, সাতক্ষীরার দুটি প্রতিষ্ঠান ৪০ হাজার টন, চাঁপাইনবাবগঞ্জের চারটি প্রতিষ্ঠান ৩৫ হাজার টন এবং বগুড়ার চারটি প্রতিষ্ঠান ৩০ হাজার চাল আমদানির অনুমতি পেয়েছে। এ ছাড়া তালিকায় চট্টগ্রাম, দিনাজপুর, জয়পুরহাট, খুলনা, গাইবান্ধা, পাবনা ও ঢাকার প্রতিষ্ঠান রয়েছে।
