ফরহাদ আহমেদ, জীবননগরঃ পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা (FSDO) এর পক্ষ থেকে রবিবার জীবননগর স্টেডিয়াম মাঠে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিবুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় টিমের যুগ্ন- সাধারণ-সম্পাদক, সানজীদা জামান লাবনী, চুয়াডাঙ্গা জেলা টিমের সহ- সভাপতি নাজমুল ইসলাম পলাশ, দপ্তর সম্পদক, রিয়াজ, জীবননগর উপজেলাৃ টিমের সভাপতি, সুমন। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সকল সদস্য বৃন্দ। আরো উপস্থিত ছিলেন, বাশার, আসাদুজ্জামান, সাজেদা বেগম মধু, প্রমুখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, হবিবুর, আশিক, সাদিয়া।
উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন তুহিনুজ্জামান তুহিন।

