সমাজের আলো : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন তরুণীর শ্লীলতাহানির অভিযোগে পিতাপুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। গত শনিবার তাদের মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাদী হয়ে ঝর্ণাপাড়া এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দিন (৫৩) ও তার ছেলে জুনায়েদ আহমেদ মিতুলের (১৯) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে বলে জানিয়েছে পুলিশ।

