সমাজের আলো : রাজশাহীর বাগমারা উপজেলায় ছিনতাই-চাঁদাবাজির মামলায় ‘৭৩ বছর’ বয়সী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নায়েবকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।রবিবার দুপুরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ জানান।নায়েব উল্লাহর বাড়ি বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামে।ওই মামলায় আউচপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জান মোহাম্মদ (৫০) এবং অন্য সাতজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত অন্য সাত আসামি হলেন-উপজেলার মির্জাপুর বিরহী গ্রামের মোজ্জাফর হোসেন (৩২), আবদর বারী (৩৫), জামাল হোসেন (৪২), আনছার আলী (৪৫), আজাদ আলী (৪৬), আনোয়ার হোসেন (২৮) ও মুগাইপাড়া গ্রামের মাহফুজ আলী (২৪)।শনিবার জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছী গ্রামের রেজাউল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) বাগমারা থানায় এ মামলা করেন।মামলায় তিনি অভিযোগ করেন, তার ভাতিজা স্বর্ণ ব্যবসায়ী জুবায়ের হোসেন (২২) শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে তার টাকা ছিনতাই করা হয়।অভিযোগে বলা হয়, জুবায়ের শিকা মির্জাপুর বিরহী বটতলা মোড় দিয়ে যাওয়ার সময় আসামিরা তার পথ রোধ করে মারধর করে এবং এক লাখ ৭২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *