সমাজের আলোঃ মা ও তার শিশু মেয়ে আত্মহত্যা করেছে। বিষে আক্রান্ত হয়ে ২ বছর বয়সের শিশু মৃত্যুর সঙ্গে লড়ছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামে রাত সাড়ে সাতটার দিকে।
নিহতরা হলো সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মা তাজমীরা খাতুন ও শিশু কন্যা ফতেমা খাতুন (৭)। অসুস্থ অবস্থায় রয়েছেন ২ বছর বয়সের শিশু মেহেরুন খাতুন।
পুলিশ বলেছে পারিবারিক ভাবে ঝগড়া হয় সোমবার বিকালে।এরই জের ধরে মা তাজমিরা দুই শিশু কন্যাকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়।এরপর নিজে ট্যাবলেট খায়।স্থানীয় গ্রামবাসী মা ও শিশুকে মৃত্যু অবস্থায় দেখতে পায়।তিন জনের মধ্যে শিশু মেহেরুন মারাত্মক অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

