সমাজের আলোঃ মুর্শিদাবাদ জেলায় রানীতলা থানার অজপাড়াগাঁয়ে দিয়ারাপাড়ায়,এক জলাশয়ে ৫ ে শিশুর আকস্মিক সলিল সমাধি!পড়ন্ত বিকেলে, অঝোর ধারায় বৃষ্টির মধ্যে খেলাচ্ছলে এক শিশু জলে পড়ে যায়,তাঁকে অতর্কিত উদ্ধার অভিযানে নামে সতীর্থ শিশুর দল,একে একে তলিয়ে যায় অজানার দেশে,সাঁতার না জানা হতভাগা ছেলের দল।মর্মান্তিক দুঃসহ মৃত্যুপুরী–পিতা মাতার অশ্রুসজল নয়ন হাতড়িয়ে খুজে ফেরা,এক অব্যক্ত যন্ত্রণা ও মমতায়!সহ নাগরিক সব কেমন,এত বড় দূর্ঘটনা,সবার চোখের আড়ালে,প্রশ্ন থেকে গেল!পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।
