সমাজের আলো : বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে কলারোয়া উপজেলায়। এ উপলক্ষে মঙ্গলবার (১মার্চ) সকালে উপজেলা প্রশাসনের ব্যানারে একটি র্যালী বের করা হয়। র্যালি টি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে কলারোয়া বাজার প্রদক্ষিন শেষে পূণরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-কলারোয়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, বিভিন্ন বীমার প্রতিনিধিদের মধ্যে- ছবিনা ইয়াস মিন রুনা, মোমেনা খাতুন, খাদিজা খাতুন, তহমিনা খাতুন, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ খান, আব্দুল কুদ্দুস, রনজু, রিপা খাতুন, আরিয়ান ইসলাম, করিমন নেছা, রুকসানা খাতুন, মিজানুর রহমান, শামীম হোসেন, নাঈমুর জ্জামান নাঈম, দেলোয়ার হোসেন, আব্দুল্লা হেল আজাদ, মেহেদী হাসান, জুবায়েদ রহমান, মাসুদ রানা, মোনায়েম, পরিতোষ, সুরঞ্জন কুমার, ইসরাফিল, আশিক, ফজর আলী, রবিউল ইসলাম, মোস্তাকীম, ইমাম হোসেন, ইমামুল হোসেন, শহিন, ওহিদুজ্জামান, জাকির হোসেন, আঃ লতিফ, হামদার আলী, রকিব হাসান, লিমা পাভীন, রুমা খাতুন, ফিরোজা, শফিকুল ইসলাম, আরতী রানী দাস, সোহেল, আমেনা, হাফিজুর রহমান, শেখ মোরশেদ আলম প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বলেন, বীমার ডিজিটালাইজড করাসহ জন প্রিয় করে এর সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি-বেসরকারি কোম্পানিগুলোকে একসঙ্গে কাজ করার এবং বীমা কর্মকর্তাদেরকে বীমা খাতের আরও উন্নয়নে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করণ কর্মসূচি জোরদার করার আহবান জানান।

