সমাজের আলো : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় একটি বেড়িবাঁধ সংস্কারে কত টাকা ব্যয়, কবে কাজ শুরু-শেষ, এর কোনো তথ্য জানে না এলাকাবাসী। এমনকি ঠিকাদারের লোকজন ও কর্মকর্তাদের এই প্রশ্ন করেও উত্তর পাওয়া যায়নি।
জিও ব্যাগের বদলে পলিথিন
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় হরিশখালী গ্রামের হাওলাদারবাড়ি থেকে পুরনো গেটসংলগ্ন খোলপেটুয়া নদীর ক্ষতিগ্রস্ত বাঁধের কাজ শুরু হয় দুই বছর আগে। এখনো শেষ হয়নি। গতকাল তোলা।সাতক্ষীরার আশাশুনি উপজেলায় একটি বেড়িবাঁধ সংস্কারে কত টাকা ব্যয়, কবে কাজ শুরু-শেষ, এর কোনো তথ্য জানে না এলাকাবাসী। এমনকি ঠিকাদারের লোকজন ও কর্মকর্তাদের এই প্রশ্ন করেও উত্তর পাওয়া যায়নি।স্থানীয় লোকজন জানায়, হরিশখালী গ্রামের হাওলাদারবাড়ি থেকে পুরনো গেটসংলগ্ন খোলপেটুয়া নদীর এক হাজার ১০০ মিটার ক্ষতিগ্রস্ত বাঁধের কাজ শুরু হয় দুই বছর আগে। কাজ চলছে ধীরে। দুই বছর পার হলেও অদ্যাবধি কাজটি শেষ হয়নি। এর মধ্যে গত বছর দুইবার নদীর প্রবল জোয়ারে ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। এ নিয়ে শঙ্কিত প্রতাপনগর ইউনিয়নবাসী।
স্থানীয় লোকজন অভিযোগ করে, বাঁধের মেরামতের কোনো প্রকল্প পরিচিতি বোর্ড টাঙানো হয়নি। কত টাকার বাজেট, বাঁধ মেরামতে কী কী ব্যবহার করা হবে, কবে শেষ হবে—স্থানীয় কেউ বলতে পারে না।স্থানীয় সাংবাদিক মাসুম বিল্লাহ জানান, সাতক্ষীরার জনৈক শাহিন আলীর তত্ত্বাবধানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আম্ফানের পর কাজ শুরু করে। দুটি এক্সকাভেটর দিয়ে এখনো কাজ চালিয়ে যাচ্ছে; যান্ত্রিক ত্রুটির কারণে যার একটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। বালু উত্তোলনকারী সরকারি ড্রেজার চলে ইচ্ছামতো। সংস্কারকাজ কবে নাগাদ শেষ হবে, তা কেউ জানে না। এদিকে আবার বর্ষা মৌসুম চলে আসতে বাকি নেই। কী হবে, তা নিয়ে এলাকাবাসী শঙ্কিত।প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীর পাশে বালুভর্তি জিও ব্যাগ দেওয়ার কথা তারা শুনেছিল। কিন্তু এখন তারা দেখছে কিছু জায়গায় পলিথিনের ব্যাগ ব্যবহার করা হচ্ছে।প্রতাপনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল আবু দাউদ গাজী জানান, এই ইউনিয়নের ৩৫ হাজার মানুষের জীবন-জীবিকা, জানমালের নিরাপত্তা এই বাঁধের সঙ্গে জড়িত। অথচ বাঁধ নিয়ে তামাশা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ধোঁয়াশার মধ্যে না রেখে প্রকল্প পরিচিতির সাইনবোর্ড টাঙিয়ে নকশা অনুযায়ী কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা উচিতবিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান জিয়া কোনো তথ্য না দিয়ে নির্বাহী প্রকৌশলী রোহিদুল হোসেন খানের সঙ্গে কথা বলতে বলেন। রোহিদুল বক্তব্য না দিয়ে উপজেলা তথ্য অফিসে যোগাযোগ করতে বলেন। আবার ঠিকাদার শাহিন আলীর মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি।
