ফরহাদ আহমেদ, জীবননগর(চুয়াডাঙ্গা):-১৭-০৯-২২
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের দুই মেম্বার স্থানীয় বিএনপি নেতা আশাদুল হক ও ইসরাইল হোসেন তাদের কর্মি সমর্থকদের নিয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগে যোগদান করেছেন। যোগদানকারি এই দুই নেতা কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলুর নেতৃত্বে দর্শনা আওয়ামী লীগ অফিসে পৌঁছে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের হাতে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ নেতা জাকারিয়া আলম,
কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকার,সহ-সভাপতি দাউদ হোসেন,আওয়ামী লীগ নেতা কুদ্দুস মেম্বার, দলুর উদ্দিন, কেডিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি খসরুজ্জামান খসরু,সাধারণ সম্পাদক খাসিয়ার রহমান মিঠু মেম্বার,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা মুন্সী ফারক প্রমুখ উপস্থিত ছিলেন।
কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু বলেন, বিএনপির আরো কিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের অপেক্ষায় আছেন। কেডিকে ইউনিয়ন বিএনপির একটি বড় অংশের নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করতে আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা সব কিছু বুঝেশুনে তাদেরকে দলে যোগদান করাতে চাই।

