ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা)ঃচুয়াডাঙ্গার জীবননগর থানা যুবদলের কমিটিতে আবার কোন্দল। আহবায়ক কমিটির সদস্য সচিবকে পাশ কাটিয়ে কমিটি গঠনের জের ধরে চলছে পাল্টা-পাল্টি কমিটি গঠন। শুক্রবার আহবায়ক মঈন উদ্দিন ময়েন সাক্ষরিত জীবননগর থানার ০৮ টি ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
অন্যদিকে এ কমিটি ঘোষনার একদিন পর শনিবার ভারপ্রাপ্ত আহবায়ক জাকির আহাম্মেদ শামীম এবং সদস্য সচিব কামরুজ্জামান সাক্ষরিত এক বার্তায় পাল্টা কমিটি ঘোষনা করেন। ফলে জীবননগর থানা যুবদলের আহবায়ক কমিটির দু’পক্ষের দ্বন্দ্ব নিয়ে দু’পক্ষের নেতাকর্মিদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কেন্দ্রীয় কমিটি ২০২০ সালের ২ মার্চ মঈন উদ্দিন ময়েনকে আহবায়ক,জাকির আহাম্মেদ শামীমকে যুগ্ম-আহবায়ক ও কামরুজ্জামানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জীবননগর থানা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করে। এ কমিটিকে তিন মাসের মধ্যে সকল ইউনিট কমিটি গঠনের নির্দেশ প্রদান করে। কিন্তু নানা কারণে থানা যুবদলের আহবায়ক কমিটির কার্যক্রম মুখ থুমড়ে পড়ে। অন্যদিকে কমিটির আহবায়ক,যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিবের মধ্যে শুরু হয় কোন্দল। এ বিরোধের কারণেই ইউনিট কমিটিগুলো গঠনে সমস্যার সৃষ্টি হয়। এক পর্যায়ে আহবায়ক কমিটিও দু’টি ভাগে বিভক্ত হয়ে পড়ে।
এদিকে দু’পক্ষের কোন সমাঝোতা ছাড়াই শনিবার থানা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন ময়েনসহ যুগ্ম-আহবায়কদের সাক্ষরিত ৮ টি ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠনের ঘোষনা দেয়।
থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান জানান,৮ টি ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হলেও সেখানে তাকে কোন কিছু বলা হয়নি। আহবায়ক ময়েন তাকে পাশ কাটিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে তার পছন্দের লোকদের নিয়ে কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ওই কমিটিগুলোতে যাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যে অনেকেই জানেন না তারা কমিটির সদস্য। দলীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনের সব কর্মকাণ্ড পরিচালিত হবে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিংবা সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে। ফলে তিনি ওই ইউনিট কমিটিগুলো গঠন অবৈধ বলে দাবি করেন। তাদের কমিটি অবৈধ ভাবে গঠিত হওয়ায় আমরা সাংগাঠনিক নিয়ম মেনে জাকির আহাম্মেদ ভারপ্রাপ্ত আহবায়ক এবং কামরুজ্জামান সদস্য সচিব হিসাবে রোববার পাল্টা ৮ টি ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করেন।
ভারপ্রাপ্ত আহবায়ক জাকির আহাম্মেদ শামীম বলেন,দুই বছর আগে গঠিত আহবায়ক কমিটি তিন মাসের মধ্যে সমস্ত ইউনিট কমিটি গঠনের কথা থাকলেও আজ অবধি তা করতে পারেনি। আহবায়ক কমিটি গঠনের পর থেকে এ পর্যন্ত একটি পরিচিতি সভাও করতে পারেনি। এদিকে আহবায়ক ময়েন উদ্দিন কমিটির সদস্য সচিবকে বাদ দিয়ে কি ভাবে তিনি কমিটি গঠন করতে পারেন তা আমাদের বোধগম্য নয়। তার সাক্ষরিত ৮ টি ইউনিয়ন কমিটি ঘোষনা দিলেও কমিটির অনেক সদস্য জানে না তার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে থানা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন ময়েন বলেন,কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির আহাম্মেদ শামীমকে অনেক আগেই দল থেকে বহিস্কার করা হয়েছে। অন্যদিকে সদস্য সচিব কামরুজ্জামান তিনি সংবাদ সম্মেলন করে সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। ফলে কমিটি গঠনের ব্যাপারে তাদেরকে ডাকার কোন সুযোগ নেই। তারা মুলত: মনগড়া ভুয়া কমিটি দিয়ে দলের নেতাকর্মিদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বর্তমানে তারা যুবদলের কেউ নন। তারা যে কমিটি গঠন করেছে তাও অবৈধ।

