ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা):-১২-০২-২২
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় এক নারীসহ চারজন পলাতক আসামিকে গ্রেফতার করেছেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার অন্যান্য অফিসার ফোর্স শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে হাসিবুল ইসলাম,আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাকা গ্রামের হারেজ মন্ডলের ছেলে শহিদুল ইসলাম,শহিদুল ইসলামের ছেলে আছির উদ্দিন,স্ত্রী আশুরা খাতুনদেরকে গ্রেফতার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) স্বপন কুমার দাস বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সকলকে শনিবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

