ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা):
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামে বৃদ্ধ অসুস্থ্য বাবার জমি ব্যাংকে বন্দক রেখে টাকা নিতে ব্যর্থ হয়ে দুই ছেলে ও ছেলেদের বউয়ের হাতে বৃদ্ধ বাবা ও বোন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে সংঘটিত হয়েছে। এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বৃদ্ধ আব্দুল খালেক(৮০) বলেন,আমি এখন খুব অসুস্থ্য। এই অবস্থায় আমার দুই ছেলে কাছেদ আলী (৪০) ও শুকুর আলী (৩৫) আমার সাথে কোন কথাবার্তা ছাড়াই আমার জমি জায়গা ব্যাংকে রেখে মোটা অংকের লোন নিতে তারা সম্প্রতি জোর করেই আমার হাতের টিপ নেয়। পরে ব্যাপারটি নিয়ে আমি প্রতিবাদ করাই বৃহস্পতিবার রাতে আমার দুই ছেলে ও তাদের বউ নাসরিন ও পিংকি আমার সাথে মারমুখী আচরন করতে থাকে। এই সময় আমার মেয়ে নিশি আক্তার সুমি প্রতিবাদ করলে তারা সবাই মিলে আমার ওই মেয়েকে মারপিট করে জখম করে। আমার ওই ছেলেরা ইতিপূর্বে আমার একটা জমি ব্যাংকে রেখে লোন নিলেও সেই টাকা আজ পর্যন্ত পরিশোধ করতে পারেনি।
ঘটনায় জখমী নিশি আক্তার সুমির দাবি তার ভাইয়েরা পিতার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করতে এবং তারা লাভবান হতে বাবার জমি দিয়ে ব্যাংক থেকে লোন নেয়ার চেষ্টা করছে। আর আমরা তাতে বাঁধা দেয়ায় তাদের নির্যাতনের শিকার হচ্ছি।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য কামরুজ্জামান খোকন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বাবা-ছেলেদের মধ্যে বিবাদমান ব্যাপারটি নিয়ে শুক্রবার সালিস বৈঠকে বসার কথা ছিল।কিন্তু তার আগেই বৃহস্পতিবার রাতে কাছেদ ও শুকুর এবং তাদের বউরা তাদের বৃদ্ধ বাবা ও বোনের সাথে নতুন করে বিরোধে জড়িয়ে পড়ে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তারপরও চেষ্টা করব বিষয়টি স্থানীয় ভাবে আপস নিষ্পত্তির।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) স্বপন কুমার দাস বলেন,ব্যাপারটি দু:খজনক। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

