সমাজের আলো : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বারুইহাটি গ্রামের মুক্তিযোদ্ধা মোমিন উদ্দীন মোড়লের ছেলে আবুল হোসেন। তালার চিহ্নিত সন্ত্রাসী সরদার জাকির, লুৎফর নিকারী হত্যাকারী, সরদার মশিয়ার, গোলজার সরদারসহ ৪০-৫০ জনের সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে রাত ১০টার দিকে শাহপুর বাজারে অমানুসিক হামলা চালানো হয়। তালা সদরের ইউপি নির্বাচনে সে সাংবাদিক নজরুল ইসলামের হয়ে লাঙ্গলের পক্ষে কাজ করে এটাই তার অপরাধ।
দিনব্যাপী ইউনিয়নের শতাধিক কর্মী-সমর্থকদের উপর হামলা, ঘরবাড়ি ভাংচুর, সাংবাদিক নজরুল ইসলামের বাড়ির সামনে ককটেল হামলা, মহিলাদের উপর হামলা চলেছে।
ভোটে কিভাবে জিতেছেন জনগণ জানে। ধান্দাবাজি করে জিতে পদে থাকা যাবে তবে একদিন ঠিকই এর বিচার করবে মানুষ। কেন্দ্র দখল, হাজার হাজার ভোটারদের মারপিট করে, অর্ধশত মানুষকে কুপিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়া এর বিচার একদিন হবেই ইনশাল্লাহ্।
বর্তমান চলমান তান্ডব ও সন্ত্রাস সহিংসতার বিষয়টি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

