সমাজের আলো: ঝাউডাঙ্গার বস নামে পরিচিত নব মুসলিম মাসুদুর রহমান বেতনা নদীর সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের নদীর জায়গা দখল করে পাকা ভবন নির্মান করা হয়েছে। সাথে পাঁচিল দিয়ে নদী দখল করে রেখেছে। নব মুসলিম মাসুদুর রহমান বেতনা পাশে অশোক ঘোষ ও মকন্দ ঘোষের নিকট থেকে জমি ক্রয় করেন ।এরপর থেকে তিনি কয়েক কোটি টাকা খরচ করে পাকা ভবন নির্মান করছেন। ক্রয়কৃত জমির সাথে দখল করে পাঁচিল দিয়ে দখল করে নিয়েছেন।সরকারি ও নদীর জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক