কালিগঞ্জ প্রতিনিধিঃকালিগঞ্জ উপজেলা তারালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতলবুর রহমান এর স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র মামি তাহেরা বেগম (৬২) ডাক্তারের ভুল চিকিৎসায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃ*ত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমানের স্ত্রী তাহেরা বেগমের কিডনির উপর পানি টিউমার অপারেশনের জন্য গত ২২ আগস্ট সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে ভর্তি করে ।

ঐদিন সন্ধ্যায় ডাক্তার আব্দুল কুদ্দুস তার অপারেশন করেন অপারেশনের দুই দিনের পরে তাহেরা বেগম প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে, তখনই জানা যায় ডাক্তার আব্দুল কুদ্দুস কিডনির উপর পানি টিউমার অপারেশন করতে গিয়ে ভুলক্রমে তার খাদ্য নালী কেটে ফেলে। ভুল অপারেশনের ফলে তাহেরা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে উন্নত চিকিৎসার জন্য সংগ্রাম মেডিকেল থেকে গত ২৬ আগস্ট সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার শফিকুল ইসলাম পুনরায় অপারেশন করায় তাহেরা বেগমের অবস্থা সংকটপণ্ন। ডাক্তারদের পরামর্শে গত ২৮ আগস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউতে ভর্তি করা হয়।

এদিকে ডাক্তার আব্দুল কুদ্দুসের ভুল চিকিৎসার ফলে বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমানের স্ত্রী তাহেরা বেগম ১৯ দিন অজ্ঞান ও অচেতন হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমান জানান ডাক্তার আব্দুল কুদ্দুছ এর কারণে আমার স্ত্রী আজ মৃ*ত্যুশয্যায় ভুল চিকিৎসার ফলে তিন থেকে চার লক্ষ টাকা ব্যয় হয়েছে। ডাক্তার সাহেব একদিন রোগীকে মেডিকেল হাসপাতালে দেখতে এসেছিল তারপর থেকে তার আর কোনদিন খোঁজ নেননি। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা: আব্দুল কুদ্দুস এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *