খুলনা প্রতিনিধিঃ- খুলনা ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে দি এশিয়ান ফাউন্ডেশন এ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সমাজসেবা কতৃক প্রদত্ত সামাজিক নিরপত্তা কর্মসূচীতে দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে গণশুনানি অনুষ্টিত হয়েছে।
উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে রবিবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস’র সভাপতিত্বে ও দলিত প্রজেক্ট ম্যানেজার মোঃ আল-আমিন’র সঞ্চালনায় গণশুনানির শুভ উদ্বোধন ও প্রধান অথিতির বক্তব্য প্রদান করেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হেসেন।
বিশেষ অথিতির বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।এসময় উপস্থিত ছিলেন দলিত সংস্থার মনিটরিং অফিসার ইসরাত নূরেয়ী,দলিত প্রজেক্ট এর মেডিকেল অফিসার তনিমা দাস,ফিল্ড সুপার ভাইজার সামসুনাহার প্রমুখ।

