সমাজের আলো।। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে প্রকাশ্য হামলা ও ভাঙচুর চালিয়েছে আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার পর এই সহিংস তাণ্ডব চালানো হয়। ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি হামলাকারীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, এনইআইআর চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে প্রথমে বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে মোবাইল ব্যবসায়ীরা। বিক্ষোভের একপর্যায়ে তা পরিকল্পিত সহিংসতায় রূপ নেয়। কয়েকশ’ বিক্ষোভকারী একযোগে বিটিআরসি ভবন লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে থাকে। মুহূর্তের মধ্যে কাচ ভাঙার শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইট-পাটকেল নিক্ষেপ করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করা হয়।
হামলার সময় বিটিআরসি ভবনের মসজিদের কাচ ভেঙে যায়। ভয়াবহ বিষয় হলো ঠিক তখনই সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। তবে ভাঙচুরে ভবনের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিটিআরসির এক কর্মকর্তা বলেন, হঠাৎ করেই চারদিক থেকে ভাঙচুর শুরু হয়। রাস্তা থেকে কয়েকশ’ বিক্ষোভকারী ভবনে ইট-পাটকেল ছুড়ছে। ছুটি হওয়ার পরও আমরা কেউ নিরাপদে বের হতে পারছি না।

