শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরার তালা উপজেলার সমনডাঙা স্কুলের শ্রেণিকক্ষ বছরের ৯ মাস থাকে কচুড়িপানাযুক্ত হাঁটু পানিতে ভর্তি। নেই দরজা-জানালা। নানা সংকটের মধ্য দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। থাকছে না শিক্ষার মান। ঝরে পড়ছে শিক্ষার্থী।জানা যায়, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের সমনডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ করা হয়েছিল ১৯৯৫ সালে।

বর্তমানে স্কুলের ভবনটির ছাদ কিছু অংশ ধসে পড়েছে ও পুরো ভবনটি হাঁটু পানির নিচে রয়েছে।বিকল্প ব্যবস্থায় স্কুলের খেলার মাঠের এক কোণে একটি টিনের চাল দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা। যেখানে রাখা হয়েছে একটি টেবিল ও পাঁচটি বেঞ্চ। এতে শিক্ষার্থীরা কষ্টকরে একরকম বাধ্য হয়েই শিক্ষাগ্রহণ করছেন।অভিভাবকেরা বলছে, যোগাযোগ ব্যবস্থা ভালো না। দুটি উপজেলা ও ইউনিয়নের শেষ প্রান্ত হওয়াতে অবহেলিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। শ্রেণিকক্ষে ও খেলার মাঠে জমে থাকা পানিতে শিক্ষার্থীরা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।স্কুলের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার জানান, পাঁচটি ক্লাসে ৫১ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম চালাচ্ছি। ভবনের বেহাল দশার বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরকে একাধিকবার অবহিত করেছি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৯ সালে নতুন ভবন তৈরির বাজেট ছিল কিন্তু ভবন তৈরির জন্য মালামাল পৌঁছানোর ব্যবস্থা না থাকাতে বাজেটটি সম্পন্ন করা সম্ভব হয়নি। মূলত এলাকাটি নিচু হওয়ায় বন্যায় পানি উঠে যায়। আমরা সেখানে সাইক্লোন শেল্টার করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি সংশ্লিষ্ট দফতরে।এদিকে এলাকার শিক্ষার্থীদের সঠিকভাবে সু-শিক্ষায় গড়ে তুলতে হলে মাছের ঘেরের পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা, সেইসঙ্গে ভবনটি দ্রুত পুনঃনির্মাণ করার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *