সমাজের আলো : শুরুতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি ও প্রধান শিক্ষক নিজ পছন্দের অভিভাবক সদস্য নির্বাচিত করেই অবৈধ নিয়োগ প্রক্রিয়াধীন রেখে ইতোমধ্যে হাতিয়ে নিয়েছে ৩৬ লক্ষ টাকা। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা মাধ্যমিক শিক্ষাবোর্ডসহ উপজেলা শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের এক অভিভাবক সদস্যসহ স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর নিয়ম নীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি কর্মকর্তাদের যোগসাজসে অগঠনতান্ত্রিকভাবে ধানদিয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন করেন। পরবর্তীতে চলতি বছরের ১৬ জুলাই বিদ্যালয়ের আয়া, নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক শূন্যপদ দেখিয়ে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নামেমাত্র আবেদন জমা নিয়ে ইতোমধ্যে প্রধান শিক্ষক ও সভাপতি তিন প্রার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ৩৬ লক্ষ টাকা।
ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য আরিফুল ইসলাম মিলন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ যোগদানের পর থেকে অনিময় দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন বিদ্যালয়টি। কিছুদিন আগে স্থানীয় রকিব উদ্দীন নামে এক ব্যক্তি সাথে সখ্যতা গড়ে সরকারি কর্মকর্তাদের ম্যনেজ করে গোপনে কমিটি গঠন করান। বিষয়টি জানার পর তার কাছে আমিসহ স্থানীয়রা গেলে আমাদের কথায় কোন কর্ণপাত করেননি। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎসহ বিদ্যালয়ে উপস্থিতি অনিয়মিত বলে অভিযোগ রয়েছে। সবশেষে অবৈধ নিয়োগ বন্ধসহ পুনরায় বিদ্যালয় কমিটি গঠনের জন্য উপজেলা শিক্ষাকর্মকর্তাসহ যশোর বোর্ড কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদের সাথে কথা বলার জন্য একাধিক বার চেষ্টা করলে তার মুঠোফোন রিসিভ করেন নি।
বিদ্যালয়ের সভাপতি রকিব উদ্দীন জানান, আমরা নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম সত্য, কিন্তু ভুল থাকার কারণে আবার সংশোধনী বিজ্ঞপ্তি দেওয়া হবে। আপতত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। যদি কেউ যশোর বোর্ডে অভিযোগ করে থাকে, তাহলে বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। যশোর মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্মকর্তা (আই.এস) শাহিনুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

