তালা প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩এর জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় তালার পলি রানী ঘোষ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। তিনি তালা সদর ইউনিয়নের ৯২ নং জেয়ালা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জেয়ালা গ্রামের প্রণব ঘোষের স্ত্রী। পলি রানী ঘোষ ইংরেজিতে বি.এ (অনার্স) সহ এম.এ পাস। তিনি ২০১৬-১৭শিক্ষাবর্ষে ডিপিএড প্রশিক্ষণে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী স্বাক্ষরিত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তালা উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) গাজী সাইফুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে পলি রানী ঘোষ জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্বের অক্ষুন্ন ধরে রাখেন।
এদিকে শিক্ষক পলি রানী ঘোষ তার এ সাফল্যের জন্য জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় তিনি ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত। এ সাফল্য তার একার নয়। তার পরিবার, শিক্ষক-শিক্ষিাকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের। শিক্ষার্থীদের পড়ালেখার মান বাড়াতে তিনি সব সময় সচেষ্ট। শিক্ষকতাকে শুধু পেশা হিসেবে নয় বরং ছোট্ট সোনামনিদের সুন্দর জীবন গড়ার জন্য সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *