সমাজের আলো : তালা উপজেলার খেশরা ইউনিয়নের বারুইখালী খাল খনন ও সুফল ভোগী কমিটি গঠনে সীমাহীন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। কমিটিতে প্রকৃত সুফল ভোগীদের বাদ দিয়ে বহিরাগতদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত জলাশয় পুনঃ খনন ও মৎস্য চাষ প্রকল্পের আওতায় খেশরা ইউনিয়নের বারইখালি খাল পুনঃখনন এর কাজ শুরু হয়েছে। প্রকল্পের ম্যানুয়াল অনুযায়ী খালের উপকার ভোগীরাই হবেন কমিটির সদস্য এবং ওই কমিটির দলনেতা খাল খনন কাজের তদারকির দায়িত্ব পাবেন। কিন্তু প্রকৃত উপকারভোগী হিসেবে কমিটিতে যাদের থাকার কথা তারা কেহই জানেন না কমিটি কবে এবং কিভাবে গঠিত হয়েছে। জানা গেছে মাগুরা ইউনিয়নের বাসিন্দা হয়ে এই খালের কোন প্রকার সুফলভোগী না হয়েও খাল খননের দায়িত্বে থাকা ঠিকাদার উত্তম সেন সীমাহীন দুর্নীতি অনিয়মের মাধ্যমে রাতের অন্ধকারে সুফল ভোগীদের দলনেতার পদ পেয়েছেন। ঠিকাদার উত্তম সেন স্থানীয় না হয়েও এবং বারুইখালি খালের কোন প্রকার সুফলভোগী না হয়েও তিনি কীভাবে প্রকৃত সুফলভোগীদের অগোচরে গঠিত ভুয়া সুফলভোগী দলের দলনেতা নির্বাচিত হলেন খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন বারুইখালি খালের প্রকৃত সুফলভোগীরা। এ বিষয়ে বারুইখালী খালের প্রকৃত সুফলভোগীরা প্রকৃত সুফলভোগীদের নিয়ে কমিটি ও দলনেতা গঠন করে কমিটির তত্ত্বাবধানে বারইখালি খাল পুনঃ খননের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করছেন বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও অবৈধ দলনেতা উত্তম সেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কমিটি গঠনে ভুল হয়েছে সেগুলো সংশোধনের চেষ্টা চলছে।
