সমাজের আলো : স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার তালা উপজেলার মঠবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম গোলাম হোসেন। তিনি তালা উপজেলার মঠবাড়িয়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে।
সাতক্ষীরার পাটকেলঘাটার মঠবাড়িয়া গ্রামের কয়েক জন জানান, নিহত গোলাম হোসেনের স্ত্রী রেহানা খাতুন এক যুবকের স্থে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয় । বৃহস্পতিবার ভোরে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় গোলাম হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে। ধারনা করা হচেছ স্ত্রী রেহেনা খাতুন পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করে। পরে তার লাশ ঝুলিয়ে দিয়েছে। এক যুবককে আটক করা হয়েছে ।

