তালা প্রতিনিধি: মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তালা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে ১১ জন এলএসপি (লোকাল সার্ভিস প্রোভাইডার) কর্মীদের মাঝে সেবা সহজীকরণের জন্য ট্যাবসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন এলডিডিপি প্রকল্পের আওতায় উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ^াস, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সত্যজিৎ দাশ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান এবং তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান প্রমুখ। স্কুল ছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন তালা প্রতিনিধি ঢাকার সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তালা-পাটকেলঘাটা সড়কের গোপালপুর গ্রামের প্রধান সড়কের উপর উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। পল্লী সমাজের সভা প্রধান অনিমা রানী রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী সমাজের সাধারণ সম্পাদক কুলছুম বেগম, কোষাধ্যক্ষ শ্যামলী রানী রায় প্রমুখ। উক্ত মানববন্ধনে স্কুল ছাত্রী নীলা রায় হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
